ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

author
Reporter

প্রকাশিত : Oct 29, 2025 ইং 86 বার পড়েছে
কুমিল্লায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীদের  মানববন্ধন। ছবির ক্যাপশন: কুমিল্লায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীদের মানববন্ধন।
ad728
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রদান এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ইসলামী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই সময় ব্যাংকের চকবাজার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্ট শাখার সামনেও অনুরূপ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং পেশাদার সেবা দিতে ব্যর্থ হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, ব্যাংক লুটেরা এস আলম ও তাঁর নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সতর্ক করে বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS