ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় দুর্গোৎসব পরিদর্শনে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা ইয়াছিন

author
Reporter

প্রকাশিত : Oct 25, 2025 ইং 78 বার পড়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
ad728
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর ঈশ্বর পাঠশালা ও আদর্শ সদর উপজেলার আমড়াতলী এবং পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা-০৬ আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন তিনি। এসময় তিনি আয়োজক ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের অংশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক। বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে আছে এবং আমরা চাই প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। আমি সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS