ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার সীমান্তবর্তী মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় তৎপর বিজিবি

author
Reporter

প্রকাশিত : Oct 26, 2025 ইং 77 বার পড়েছে
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। ছবির ক্যাপশন: চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
ad728
মহাষষ্ঠী, সপ্তমীর পর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যদিয়ে কুমিল্লায় মহাঅষ্টমী উদযাপন করছেন ভক্তকূল। ধূপ-দীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ। এদিন মহাঅষ্টমীতে উৎসবমুখর পরিবেশে কুমিল্লার ৮১২টি পূজামণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

এদিন কুমিল্লার সীমান্ত উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে বিজিবি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি বলেন, কুমিল্লা সীমান্তবর্তী মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ, ভারতে ইলিশ পাচার রোধসহ দুর্গোৎসব ঘিরে যেকোনো অপরাধ দমনে কাজ করছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS