কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
নিহতদের মধ্যে দুই নারী জাকিয়া ও মমতাজ আপন দুই বোন এবং অপর এক ব্যাক্তি রাশেদ মিয়া।
জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়ার পারাপারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে। রাশেদের বাড়ি খোদেদাউদপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, হোমনা উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাবার সময় যাত্রীরা ঘাটে অপেক্ষারত অবস্থায় বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই নারী মারা যায়। অপর এক পুরুষকে গুরুতর আহত অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
হোমনা থানার উপপরিদর্শক জীবন বিশ্বাস জানান, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।