ঢাকা | | বঙ্গাব্দ

আবারও ডুবলো ফেনী, নদী ভাঙনে বিলীন ঘরবাড়ি

author
Reporter

প্রকাশিত : Sep 23, 2025 ইং 215 বার পড়েছে
টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। ছবির ক্যাপশন: টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।
ad728
ফেনী শহরে একের পর এক খাল-নালা দখল করে মার্কেট নির্মাণের কারণে টানা বৃষ্টিতে ডুবে গেছে ফেনী শহরের আবাসিক এলাকা ও রাস্তাঘাট।

শহরের জিরো পয়েন্টে পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ, একই সঙ্গে খাজা আহমদ লেক দখল করে ৫ শতাধিক দোকান নির্মাণ, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও তৎসংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পাগলিরছড়া খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ করে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

অন্যদিকে, ফারুক হোটেলের পর থেকে একাডেমি পর্যন্ত সড়কের পানি নিষ্কাশনের জন্য দায়ী অনুন্নত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এ এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলোর সঙ্গে কোনো খালের সংযোগ স্থাপন করা হয়নি। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কেই প্রতিষ্ঠার ৪০ বছরেও আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিতে পারেনি ফেনী পৌরসভা।

এদিকে হাসিনা সরকারের আমলে বিনা ভোটে নির্বাচিত তৎকালীন এমপি নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন জমজম টাওয়ারের দক্ষিণ অংশে শহরের মূল ড্রেনটির ২০০ গজ ড্রেন নির্মাণ করা হয়নি। 

২০০ গজ ড্রেন নির্মাণ না করায় শহরের বৃষ্টির পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টিতেই শহরের অলি গলির অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে মালামাল নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

শহরের গুরুত্বপূর্ণ খালগুলো এখন ফেনী পৌরসভা আর অবৈধ দখলদারদের কবলে। অবিলম্বে এসব খাল উদ্ধার করে পানি প্রবাহের পথ উন্মুক্ত করার দাবি করেছেন পৌরবাসী। এদিকে শহরের জলাবদ্ধতা দেখে অনেকেই বন্যা আতঙ্কে রয়েছেন।

এটি বন্যার পানি নয়, বৃষ্টির কারণে জলাবদ্ধতায় জমা পানি। ২০২৪ সালের বন্যার আর পুনরাবৃত্তি হবে না। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর প্রশাসক গোলাম মো. বাতেন সাময়িক এ জলাবদ্ধতায় আতঙ্কিত না হতে শহরবাসীকে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, শহরবাসীর প্রাণের দাবি-অবিলম্বে অবৈধ মার্কেট ও স্থাপনাগুলো উচ্ছেদ করে পানি প্রবাহের খালগুলো উন্মুক্ত করা।

সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS