ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

author
Reporter

প্রকাশিত : Sep 23, 2025 ইং 196 বার পড়েছে
কুমিল্লা সীমান্তে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি ব্যাটালিয়ন। ছবির ক্যাপশন: কুমিল্লা সীমান্তে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি ব্যাটালিয়ন।
ad728
কুমিল্লা সীমান্তে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার ০৭ জুলাই ভোরে ভারত সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লার চাঁনপুর এলাকা থেকে অবৈধ পথে পাচার হওয়া এ মালামাল জব্দ করে বিজিবি। সোমবার দুপুরে জব্দের বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ। 

তিনি বলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান হতে ০১ টি সিএনজিসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করা হয়। যার বাংলাদেশী বাজার মূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত চোরাচালানী পণ্য সমূহ কাস্টমস এ জমা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS