নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় কাভার্ড ভ্যান চালক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করা হয়।
মঙ্গলবার ভোর ৬ টায় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ খায়রুল আলম জানান, নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ও চালকসহ গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়িতে চালক ছাড়া আর কোন লোক ছিল না। আটক চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুল গ্রামের আবদুস সামাদের ছেলে।