নিজস্ব প্রতিবেদক
রেলওয়ে কুমিল্লা অঞ্চল এবং বরিশালের যাত্রীদের সংযোগস্থল কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ঢাকা-টু-কক্সবাজারগামী পর্যটন ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন করেন ছাত্রজনতা।
মঙ্গলবার কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন প্লাটফর্মে ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কক্সবাজার গামী ট্রেন বিরতি আন্দোলনের আহবায়ক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য বলেন, দেশের বৃহত্তর রেলওয়ে জংশন লাকসাম। এ জংশনে কক্সবাজারগামী ট্রেন বিরতি দিলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বরিশাল, বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার শত শত যাত্রী সমুদ্র সৈকতে যেতে পারবে সহজেই। উপভোগ করতে পারবেন সমুদ্র সৈককের সৌন্দর্য।
এদিকে মানববন্ধন ও সমাবেশে বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক দেওয়ান মাহবুব ই সোবাহানী খোকন, লাকসাম স্টুডেন্ট কমিউনিটির সমন্বক ফাহিমখান, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, ফারুক আল শারাহ।