ঢাকা | | বঙ্গাব্দ

পেট থেকে বের হলো ২৬৩০ পিস ইয়াবা!

author
Reporter

প্রকাশিত : Jan 14, 2026 ইং 101 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীর পেটের ভিতর মিললো দুই হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট। স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে বিপুল সংখ্যক এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার সদর উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (৩৮) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান (২৩)। 

কুমিল্লার র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামীরা বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় আইনানুগ মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS