ঢাকা | | বঙ্গাব্দ

ভ্রমণে যাওয়া হলো না দু’বন্ধুর!

author
Reporter

প্রকাশিত : Jan 11, 2026 ইং 91 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। চৌদ্দগ্রাম পৌরসভা থেকে মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌছলে পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় ওই দুই বন্ধু। শুক্রবার গভীর রাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  

নিহত দুই আরোহী হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী(২৮) ও তাঁর বন্ধু পাশ^বর্তী কিং শ্রীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল(২৮)। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন।  

তিনি জানান, শুক্রবার গভীর রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজ এলাকায় দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে দুইজনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে। সকালে মৃত্যুর খবর শুনে এয়াছিন ও রুবেলের বাড়িতে শুরু হয় শোকের মাতম। শনিবার বাদ আসর নামাজে জানাযা শেষে তাদের দুইজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।    

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আহসান হাবিব জানান, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকালে এয়াছিন ও রুবেল নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে’।  




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS