ঢাকা | | বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি- আসিফ মাহমুদ

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং 312 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

সকল রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে- এমন মন্তব্য করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমি দলে কার্যক্রমের সাথে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। 

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন। এছাড়া বাংগড়া বাজার থানা পরিদর্শন করেন। 

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজি আরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS