ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং 314 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নাঙ্গলকোট প্রতিনিধি।।

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত হয়েছে। তার নাম সেলিম ভূঁইয়া। সে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। শনিবার বিকাল ৩টায় উপজেলার বাঙ্গড্ডা বাজার দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নিহত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজার এলাকায় উপজেলা বিএনপি'র সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ চলছিল। ওই সময় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সেলিম ভূইয়া সংঘর্ষে ব্যাপক হামলার শিকার হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেলিমের মৃত্যু হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সন্ত্রাসীদের বিচার চেয়েছেন। তিনি দাবি করেন মোবাশ্বের ভূঁইয়ার নেতাকর্মী তার কর্মীকে হত্যা করেছে। 

তবে বিএনপি'র উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের সংঘর্ষ ও মারামারিতে সেলিম নামে একজন নিহত হয়েছে। বর্তমানে বাঙ্গড্ডা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন। 


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS