ঢাকা | | বঙ্গাব্দ

নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা,কর্মচারীদের

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং 295 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা এখতিয়ার বহির্ভূত দাবি তুলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের গেইটে তালা ঝুলিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, ভাংচুর এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা,কর্মচারীরা। 

সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে এ মানববন্ধন করেন বোর্ডে কর্মরত সদস্যরা।

মানববন্ধনের বক্তারা বলেন, শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমাদের নিরাপদ কর্মস্থল প্রয়োজন। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট আবেদন করেছি। এছাড়াও বোর্ডের গেইটে তারা ঝুলিয়ে অবরোধ সৃষ্টি করা ব্যক্তিদের শাস্তি দাবি করেন তারা।

অন্যান্যদের মধ্যে মানববন্ধনে অংশগ্রহণ করেন, কুমিল্লা  শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক  মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার  মোঃ গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিকসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS