ঢাকা | | বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেন বিশ্বজয়ী মার্টিনেজ

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং 484 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক 

এমিলিয়ানো মার্টিনেজ, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারও থাকে, সেটা এই গোলরক্ষকের। পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেললেও বিতর্ক এড়িয়ে চলতে পারেননি মার্টিনেজ। ফের একবার বিতর্কে জড়ালেন এই গোলরক্ষক। সেই বিতর্কের জেরে এবার নিষেধাজ্ঞা পেলেন।

কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ফের একবার অশালীন ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় তিনি। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলা হবে না তার। শুধু তাই নয় গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। সেই বিবৃতিতে বলা হয় ‘এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা।’

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক। যা আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ বটে।


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS