ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই ইন্সুরেন্স কর্মীসহ নিহত ৩

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং 329 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা ৩ জন যাত্রী ঘটনাস্থলে মারা গিয়েছে। এই সময় মাইক্রোবাসে থাকা আরো ১ জন যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে একটি ইন্সুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো যুক্ত ছিল। 

নিহতরা হলেন ওই কোম্পানির দুই কর্মকর্তা মোজাম্মেল,  শাখাওয়াত এবং গাড়ী চালক তারেক। তারা অফিশিয়াল কাজে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লা যাচ্ছিল। এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৩ জন যাত্রী মারা যায়। এই সময় মাইক্রোবাসে থাকা আরো ১ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  নিহতদের মরদেহ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS