নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ এমদাদুল হক পলাশকে সভাপতি, অধ্যক্ষ আবদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং অধ্যাপক নেছার আহমেদ রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এ কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা শাখার এ কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক সারোয়ার জাহান দোলন।