আবদুল্লাহ আল মারুফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেছেন, সম্প্রীতির বাংলাদেশকে তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে এদেছে মেধাবী তরুণরা। তাদের রক্তের সাথে বেইমানি করে আবারও ফ্যাসিবাদী শক্তি সহিংসতার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রজনতা। তাদের সঙ্গে বরাবরের মতই থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সভায় যোগদান করেন আশপাশের গ্রামের কয়েক হাজার ছাত্রজনতা ও বিএনপি নেতাকর্মীরা।
জাকারিয়া তাহের বলেন, আমি জানি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সক্রিয় ছিল। তবে আমি বলবো এখনও আসল মুক্তি আমাদের হয়নি। অন্তরবর্তীকালীন সরকার পরিস্থিতি বুঝে নির্বাচন আয়োজন করবেন। এর মাঝেই অনেক অপশক্তি এসে বাধা দেয়ার চেষ্টা করতে পারে। তাই আমাদের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর জনতার পাশে থেকে তাদের জানমাল রক্ষা করতে হবে। যারা অনুপ্রবেশ করে চাঁদাবাজি করতে চাইবে। তাদেরকে প্রতিহত করতে হবে। এদেশে সন্ত্রাস নির্মূলে ছাত্রজনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাউছার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মমিনুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবদুল জলিল, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আরিফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মো. ফারুক হোসেন, রুহুল আমিন মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের ফেরদৌস তানিব, মুনতাসীর মানিক, আতিকুল ইসলাম, মো. শাকিল, মো. নোমানসহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতাকর্মীরা।