ঢাকা | | বঙ্গাব্দ

অবন্তিকার লাশের গাড়ি দেখে জ্ঞান হারালেন মা

author
Reporter

প্রকাশিত : Jan 10, 2026 ইং 85 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

অবন্তিকার লাশের গাড়ি দেখে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েগেছেন তার মা তাহমিনা শবনম। শুক্রবার (১৫ মার্চ) রাতে তার মৃত্যুর পর শনিবার বেলা ১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার লাশ আনা হয় নিজ বাড়িতে। এসময় ফায়ার সার্ভিস এলাকাজুড়ে কান্নার রোল উঠে। লাশে গাড়ি দেখেই এগিয়ে আসেন স্বজন ও প্রতিবেশীরা। 

এসময় অবন্তির মা তাহমিনা বেগমকে বলতে শোনা যায়, স্রষ্ঠা সবাইকে নিয়ে যায়। আমাকে কেন নেয়না। মারতে মারতে আল্লাহ আমার স্বামীও নিলো মেয়েও নিলো। এই আমি কার লাশ দেখছি? এটাতো আমার তিল তিল করে গড়ে উঠা স্বপ্নের লাশ দেখছি বলে হুশ হারিয়ে মাটিতে লুড়িয়ে পড়েন। এসময় আত্মীয়িরা তাকে ধরে সড়ক থেকে উঠায়। 

ফাইরুজ অবন্তিকার মামা লুৎফুর আনোয়ার ভূঁইয়া জানান, তার শনিবার (১৬ মার্চ) জোহরের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কুমিল্লা নগরীর শাসনগাছা কবরস্থানে বাবার পাশেই দাফন করা হবে তাকে। 

উল্লেখ, শুক্রবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা।

ফেসবুকে দেওয়া ওই পোস্টের পর কুমিল্লার বাগিচাগাঁও ফায়ার সার্ভিস পুকুরপাড়ের নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাইরুজ সাদাফ অবন্তিকার মরদেহ উদ্ধার করা হয়। রাত সোয়া ১০টার দিকে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. আব্দুল করিম খন্দকার। ফাইরোজ সাদাফ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS