নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে পালিয়ে আসা মেছো বাঘ কুমিল্লার মেঘনায় গ্রামবাসীদের হাতে আটক হয়েছে। রবিবার দুপুরে বাঘটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন স্থানীরা।
জানা যায়, সিলেট থেকে একটি বালুবাহী জাহাজ (বাল্ক হেড) মেঘনা নদীর তীর সংলগ্ন নলচর গ্রামে নোঙ্গর করে। এসময় বালুর জাহাজ থেকে হঠাৎ একটি মেছো বাঘ লাফিয়ে পড়ে গ্রামের কবরস্থানের দিকে পালিয়ে যায়। এসময় গ্রামবাসী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ওই মেছো বাঘটি আটক করতে সক্ষম হয়। পরে এটিকে মেঘনা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় জানান, গ্রামবাসী একটি বাঘ আটক করেছে বলে মুঠোফোনে আমাকে জানান, গ্রামবাসীর কাছ থেকে মেছো বাঘটি বুঝে নিয়ে খাঁচায় করে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেছি। এসময় উপজেলা বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে বালুবাহী ওই জাহাজের লোকজনের অজান্তে মেছো বাঘটি উঠে লুকিয়ে ছিলো। পরে পালানোর সময় তাদের চোখে পড়ে। তবে মেছো বাঘটি কাউকে আক্রমণ করেনি।