ঢাকা | | বঙ্গাব্দ

'পিস্তল ভাড়া দিতেন কাউছার'

author
Reporter

প্রকাশিত : Nov 17, 2025 ইং 83 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজন অস্ত্রধারীকে গ্রেফতারের বিষয়ে জানিয়েছে র‍্যাব। শনিবার (৫ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব ১১ কুমিল্লার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম। 

গ্রেফতারকৃত কাউছার সদর দক্ষিণ মডেল উপজেলার সালমানপুর গ্রামের মৃত আ. আজিজের ছেলে কাউছার হোসেন (৩৮)।

র‍্যাব কর্মকর্তা এ কে এম মুনিরুল আলম জানান, গত শুক্রবার (৪ আগস্ট) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত যুবকের প্রাইভেটকার একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, কাউছারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। সে বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়াতেও দেয়। এই বিষয়ে গ্রেফতার কাউছারের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS