প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
কুমিল্লায় চিকিৎসক এম এ হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় বিএনপি সমর্থিত সংগঠন ড্যাব ও বিএনপির সম্মান ক্ষুণ্ণ করা এবং ড্যাব নেতা ডাঃ এম এ হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে চিকিৎসক সংগঠন ড্যাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ড্যাব কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ এম এ হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে শুধু একজন চিকিৎসককেই নয়, বিএনপি এবং বিএনপি সমর্থিত সংগঠন ড্যাবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
বক্তারা অভিযোগ করেন, ড্যাব কুমিল্লা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা: আরিফ হায়দার চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন, যৌতুকের অর্থ দাবি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকার পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এমনকি বিশ লক্ষ টাকার চেক লেনদেনের বিষয়টি প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি উল্টো মিথ্যা সংবাদ সম্মেলন ও অভিযোগপত্রের মাধ্যমে ডাঃ এম এ হাসানসহ সম্মানিত চিকিৎসকদের অসম্মানিত ও হয়রানি করছেন।
তারা বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের কতিপয় নামধারী নেতা ড্যাবের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভেঙে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তাদের কারণে সংগঠন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এসব ষড়যন্ত্রকারীকে অবিলম্বে ড্যাব, বিএনপি এবং বিএনপি সমর্থিত সব সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডাঃ এম এ হাসানের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে তা প্রত্যাহার করতে হবে এবং যারা মিথ্যা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দাবি তাদের।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মো. আরিফ হোসেন, মোস্তফা জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, আব্দুল ওয়াদুদসহ আরও অনেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা