ঢাকা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ৩০ যাত্রী নিয়ে সেন্টমার্টিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে

author
Reporter

প্রকাশিত : Jun 30, 2025 ইং 6 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সড়ক থেকে মাঠে নেমে পড়েছে। এতে বাসে থাকা ৩০ জন যাত্রীর মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। 

বাসে থাকা যাত্রী মান্নান জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে মাঠে নেমে যায়। আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ মারা যাননি।


সংবাদটি শেয়ার করুন :

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS