ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বসত ঘরে বৃদ্ধাকে জবাই করে হত্যা !

author
Reporter

প্রকাশিত : Nov 18, 2025 ইং 68 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটে জবা খাতুন নামে (৭০) বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢালুয়া ইউপির চাঁন্দলা গ্রামে উত্তরপাড়ায় সকাল ৭  টায়  পুত্রবধূ  নাস্তা দিতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পায় । নিহত জবা খাতুন মৃত আব্দুর রশিদের স্ত্রী। শারীরিক ভাবে অসুস্থ হওয়া সে হাঁটাচলা করতে পারতেন না।

বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল খায়ের।

নিহত জবা খাতুনের মেয়ের জামাই শাহ আলম জানান, গত ২ দিন আগে আমাদের বাড়ি থেকে সে নিজ বাড়িতে আসে । সকাল সাড়ে ৭ টায় আমার শ্যালক আমাকে কল দিয়ে বলে ওনাকে ডাকাতরা জবাই করে হত্যা করেছে। খরর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই ।

জবা খাতুনের দেবর অলি উল্লাহ বলেন, সকালে নিহতদের পুত্রবধূ তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আমরা ঘটনাস্থলে যাই । এ সময় ঘরের আসবাব পত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল । পুলিশকে খবর দেয়া হয় । ওনি অসুস্থ মানুষ, হজ্জ্ব করেছেন । ওনাকে এমন নির্মম ভাবে হত্যা করা হবে তা মেনে নেয়া যায় না। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি ।

 নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ঘটনাটি রহস্যজনক। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে । ডাকাতি নাকি অন্যকিছু তা তদন্ত ছাড়া বলা যাবে না।

তিনি আরও বলেন, নিজ বসত ঘরে বৃদ্ধা একাই ছিল । গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা পর দরজা জানালা সব কিছুই খোলা ছিল ও  দুর্বৃত্তরা ভেঙ্গে প্রবেশ করেছে এমন আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS