ঢাকা | | বঙ্গাব্দ

ট্রেনের ছাদে শিশুর লাশ

author
Reporter

প্রকাশিত : Dec 6, 2025 ইং 93 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন যাত্রীবাহী ট্রেনের ছাদ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত  শিশু লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাকসাম রেলওয়ে পুলিশ জানা, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে যাত্রী এবং রেলওয়ে কর্মকর্তাদের সংবাদে ওই ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত নামা ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্রলা ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনের ছাদ থেকে রক্ত গড়িয়ে তাদের গায়ে পড়লে তারা ছাদে খোঁজাখুঁজি করে দেখেন একটি রক্তাক্ত শিশুর লাশ পড়ে আছে। পরে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন আসলে রেলওয়ের কর্মকর্তারা স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার এসআই আব্বাস জানান, ছাদে উঠা ওই শিশুটি কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়ে মারা যায়। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS