ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনসিসির মেজর পদেসহ ১৯ জনকে পদোন্নতি ব্যাজ পরিধান

author
Reporter

প্রকাশিত : Nov 17, 2025 ইং 516 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির পদোন্নতি প্রাপ্ত ১৯ জনকে পদোন্নতি র‍্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লার আলেখারচর ময়নামতি রেজিমেন্ট কার্যালয়ে তিনজন মেজর, ছয়জন ক্যাপ্টেন, পাঁচজন লেফটেন্যান্ট এবং পাঁচজন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি র‍্যাংক ব্যাজ পরিধান করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান এবং কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদুল হাসান প্রিন্স।

এর আগে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমানকে গার্ড অফ অনার  প্রদান করেন গার্ড কমান্ডার ক্যাডেট আন্ডার অফিসার শান্ত দেবনাথ ও সেকেন্ড গার্ড কমান্ডার সার্জেন্ট নুরুন্নবী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে তাদের শ্রম ও মেধা দিয়ে সবসময় সাহায্যে এগিয়ে আসছে। দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সাম্প্রতিক সময়ে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS