ঢাকা | | বঙ্গাব্দ

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব উদযাপন

author
Reporter

প্রকাশিত : Dec 7, 2025 ইং 101 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

প্রেস বিজ্ঞপ্তি:

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা আয়োজনে উদযাপন হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব। প্রতিষ্ঠানের বাংলা বিভাগের আয়োজনে ব্যতিক্রমী এ উৎসবে রবীন্দ্রনাথ-নজরুল জীবনের গৌরবগাঁথা তুলে ধরেন বক্তারা।

এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ফুটে ঊঠে বাংলা সাহিত্যের দুই দিকপালের নানা কীর্তি ।

বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. কামরুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। রবীন্দ্রনাথের ওপর প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মলি ধর এবং নজরুলের ওপর প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মো. রাশেদুল হক খান।আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মণ্ডলীসহ অন্যান্য শিক্ষক ও বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS